Seminar at MIU

24 April 2019

Seminar at MIU on Persecution of Women: Past, Present and Future

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নারী নিপীড়ন বিরোধী সেমিনারঃ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “পার্সিকিউশন অব ওমেন : পাস্ট, প্রেসেন্ট আ্যান্ড ফিউচার” শীর্ষক এক নারী নিপীড়ন বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল ২০১৯ শনিবার বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর হাফিজুল ইসলাম মিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুব আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ও সাবেক সচিব মনিরুল ইসলাম। সেমিনারে প্রধান আলোচক ছিলেন তুরস্কের সোলেমান ডেমিরেল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. ইউনুস এমিরি আকবি। এতে মূল প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন সেন্টার ফর জেনারেল এডুকেশনের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ ওবায়দুল্লাহ। অন্যতম আলোচক ছিলেন সোলেমান ডেমিরেল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. তুনহান ডেমিরিচি। পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্সের উপ-পরিচালক আবদুল মতিনের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কন্ট্রোলার অব এক্সামিনেশন এ. এইচ. এম. আবু সায়ীদ, সহকারী অধ্যাপক আশিকুন নবী, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক জামাল হোসেইন, জনসংযোগ কর্মকর্তা রফিকুল আমীন খান-সহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।