Entrepreneurship Development Program

06 April 2019

Entrepreneurship Development Program at MIU Gulshan Campus

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট কর্মসূচি উদ্যোক্তা তৈরি ও ছাত্র-ছাত্রীদের পণ্য বিপননে হাতে-কলমে শিক্ষা দিতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রোগ্রামের ছাত্র-ছাত্রীদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট কোর্সের অংশ হিসেবে ৩১ মার্চ রোববার এ কর্মসূচি আয়োজন করা হয়। দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-ছাত্রীরা এ দিনে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে নিজেদের তৈরি খাদ্য ও পানীয় সামগ্রী এবং নার্সারি, কসমেটিকস-সহ রকমারি সব পণ্যের পসরা সাজিয়ে বসেন বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের খেলার মাঠে। ছাত্র-ছাত্রীদের এ আয়োজন ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর হাফিজুল ইসলাম মিয়া। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন প্রফেসর হেমায়েত হোসেইন খান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন প্রফেসর হারুন-অর-রশিদ, রেজিস্ট্রার ও সাবেক সচিব মো. মনিরুল ইসলাম, ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মামুন উর রশিদ, মো. নুরুল হুদা রাজিব প্রমুখ। এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর উদ্যোক্তা তৈরি, ছাত্র-ছাত্রীদের পণ্য ব্যবস্থাপনা ও বিপনন বিষয়ে হাতে-কলমে শিক্ষা দিতে এ কর্মসূচি ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।