মিডিয়া অলিম্পিয়াড অনুষ্ঠিত

21 January 2021

মিডিয়া অলিম্পিয়াড অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিকতা বিভাগ আয়োজিত মিডিয়া অলিম্পিয়াড অনুষ্ঠিত দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজিত মিডিয়া অলিম্পিয়াড ২০২০। আজ ২১ জানুয়ারি বৃহস্পতিবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ মিডিয়া অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। দুই পর্বে অনুষ্ঠিত মিডিয়া অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রোমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য প্রফেসর এ.টি.এম. ফজলুল হক, বিশিষ্ট ফার্মাসিস্ট ও বিজ্ঞানী প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান ও প্রফেসর মোজাম্মেল হক এবং তুরস্ক ভিত্তিক আন্তর্জাতিক নিউজ এজেন্সি আনাদলু নিউজ এজেন্সির বাংলাদেশ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু। মিডিয়া অলিম্পিয়াড উপলক্ষে রং-বেরংয়ের ফেস্টুন, ব্যানার, পতাকা ও নজরকাড়া কারুকাজে সাজানো হয় অনুষ্ঠানস্থল-সহ ক্যাম্পাস এলাকা। অনুষ্ঠানের প্রথম পর্ব সকালে সারা দেশ থেকে আসা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সিনিয়ার অ্যাসিসট্যান্ট রেজিস্ট্রার রফিকুল ইসলাম রিমনের উপস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত ব্যতিক্রমধর্মী এ মিডিয়া অলিম্পিয়াডে বিজয়ীদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অলিম্পিয়াডে অংশ নেয়া প্রত্যেক প্রতিযোগিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. মো. নজরুল ইসলাম অলিম্পিয়াডে অংশ নেয়া ছাত্র-ছাত্রীদেরকে স্বাগত জানানোর পাশাপাশি তাদের জীবনের উত্তোরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। এতে অন্যদের মাঝে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মামুনুর রশিদ,  রেহানা সুলতানা, মো. বোরহান উদ্দীন, অ্যাডমিশন, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল ডিরেক্টর (অ্যাডমিশন) আবদুল কাদের, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেইন প্রমুখ উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অনুষ্ঠানে স্পন্সর করে। মিডিয়া পার্টনার ছিল নয়া দিগন্ত ও এমআইইউ ক্যাম্পাস টিভি। ধন্যবাদান্তে আবদুল মতিন অ্যাডিশনাল ডিরেক্টর, অ্যাডমিশন, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্স মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি