মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

06 July 2021

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আইকিউএসি’র উদ্যোগে কর্মশালা

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “কোয়ালিটি অ্যাসিউরেন্স: প্রিন্সিপাল অ্যান্ড প্রাক্টিস” শীর্ষক এক অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন উচ্চ শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে নিয়োজিত সরকারি সংস্থা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর সদস্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাংলাদেশের কোয়ালিটি অ্যাসিউরেন্স বিশেষজ্ঞ প্রফেসর ড. এস এম কবির। স্বাগত বক্তব্য রাখেন স্কুল অব বিজিনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর এম. হারুন-অর-রশীদ। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রশাসনিক প্রধানরা অংশ নেন। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হাসিল করতে হলে মানসম্মত শিক্ষা জরুরি উল্লেখ করে, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)- এজন্য কাজ করছে বলে জানান প্রধান অতিথি প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। প্রধান আলোচক প্রফেসর ড. এস এম কবির, কর্মশালায় উচ্চ শিক্ষায় গুণগতমান নিশ্চিত করতে প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন তথ্য ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন।