মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির

06 July 2021

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্বোধনী ক্লাস

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের স্প্রিং ২০২১ সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ সকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা হলে তা অনুষ্ঠিত হয়। ইসলামিক স্টাডিজ বিভাগের কোঅর্ডিনেটর ড. মোহাম্মদ ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী ক্লাস পরিচালনা করেন সৌদির পবিত্র মক্কা নগরীর উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও ইসলামী সংস্কৃতি বিভাগের অধ্যাপক শায়খ ড. আব্দুর রহমান জামিল কাসাস। উদ্বোধনী ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। বিশ্বায়নের যুগে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ইসলাম বিষয়ক উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নতি ও যুগোপযোগী করার অঙ্গীকার নিয়ে সবাই এগিয়ে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। এছাড়া আমন্ত্রিত শিক্ষাবিদ, ইসলামি চিন্তাবিদ ও গবেষকরা নিজেদের বক্তব্যে শিক্ষাদানে আন্তর্জাতিক গুণগত মান সমুন্নত রেখে আগামীর বিশ্ব বিনির্মাণে মেধা-বুদ্ধিমত্তার স্বাক্ষর রাখতে নবীন শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতা প্রমাণ রাখার প্রতি গুরুত্বারোপ করেন। তন্মধ্যে ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সাবেক সিন্ডিকেট সদস্য, ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এইচ.এম. ইয়াহইয়া রহমান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য অধ্যাপক এ.টি.এম. ফজলুল হক ও কোষাধ্যাক্ষ হাফিজুল ইসলাম মিয়া প্রমুখ উল্লেখযোগ্য। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেন্টার ফর জেনারেল এডুকেশনের কোঅর্ডিনেটর সহকারী অধ্যাপক মুহাম্মদ আবুল কালাম আজাদ, ড. আবু আইয়্যুব ইব্রাহিম, ড. সাবিহা সুলতানা প্রমুখ। অনুষ্ঠান শেষে ইসলামিক স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থীদের উত্তোরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক ড. এ.এইচ.এম. ইয়াহইয়া রহমান।