মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির

03 March 2024

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জমকালো নবীনবরণ অনুষ্ঠিত

জমকালো আয়োজনে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ভবন মিলনায়তনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টার ২০২৪-এর নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (শনিবার) সকালে অনুষ্ঠিত নবীনবরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন। মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নবাগত ছাত্র-ছাত্রীদের জন্য একটি চমৎকার প্রাঙ্গন হবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রধান অতিথি অধ্যাপক ড. মো. মশিউর রহমান নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়মিত পড়ার অভ্যাস, কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তি হওয়ার আহবান জানান।   তিনি ক্যাম্পাস জীবনের চারটি বছর ছাত্র-ছাত্রীদেরকে নিজেকে সমৃদ্ধ করার সময় উল্লেখ করে বলেন, এই চারটি বছর তোমরা যদি একটি নির্দিষ্ট সময় ধরে নিয়মিত পড়তে পার তবে কারও সঙ্গে প্রতিযোগিতা করার প্রয়োজন হবে না। কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা আর চোখভরা স্বপ্ন নিয়ে যদি নিয়মিত করতে পার তবেই পৃথিবী তোমার হাতের মুঠোয় আসবে। তিনি আমাদের দেশের ছাত্র-ছাত্রীররা আগামীতে বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও বেশি উন্নত আবিস্কারের দিকে ধাবিত হবে এই আশাবাদ ব্যক্ত করে উন্নত বিশ্বের শিশু কিশোররা নিজেকে কিভাবে নিজেদেরকে তৈরি করছে তার প্রতি নজর রাখার আহবান জানাান।   তিনি মানারাতের শিক্ষকদের মাঝে যে সহমর্মিতা ও মনসংযোগ দেখেছেন তা এখানকার শিক্ষার্থীদের জীবন পাল্টে দিতে পারে উল্লেখ করে বলেন, আমাদের এই অঞ্চলে ঐতিহ্যগতভাবে শিক্ষক-শিক্ষার্থী ও গুরু-শিষ্যের যে সম্পর্ক ছিল সেটি অন্যদের জন্য আজ মডেল। সুতরাং এমনটি ভাবার কোন কারণ নেই যে পাশ্চাত্য যা ভাবে তাই শ্রেষ্ঠ। আমাদের দৃষ্টিতে রাখতে হবে অন্তর্ভূক্তিমূলক ও টেকসহ সমাজ নির্মাণ। সভাপতির বক্তৃতায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান মানারাত ইউনিভার্সিটি শিক্ষা ও নৈতকতার অন্যন্য কেন্দ্র উল্লেখ করে বলেন, আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু নৈতিক ও মানবিক মানুষ হতে পারছি না। শিক্ষাকে আমরা শুধু সম্পদ অর্জনেরই না, কুক্ষিগত করার হাতিয়ার হিসেবেও ব্যবহার করছি। অথচ এই নৈতকতা হলো একটি জাতির মেরুণ্ড। প্রাতিষ্ঠানিক ও নৈতিকতায় উৎকর্ষ সাধনই মানারাত ইউনিভার্সিটির স্লোগন। আমরা এই স্লোগান সামনে রেখে আজকে নবীনদের বরণ করে নিচ্ছি। এতে অন্যদের মাঝে বক্তৃতা করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো: মাহবুব আলম, ইংরেজি বিভাগের প্রধান আহমদ মাহবুব-উল-আলম, আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, ইইই বিভাগের প্রধান কে. এম. আক্তারুজ্জামান, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান মো. মামুন উদ্দীন। সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ ও সিজিইডির শিক্ষক গাউস-ই আফিয়া মহুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্প্রিং ২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়া অনুষ্ঠানে বিগত সেমিস্টারে মেধার ভিত্তিতে ৩৬ জনকে ২৫%, ৫০% ও ১০০% পর্যন্ত মেধাবৃত্তি প্রদান করা হয়। এর বাইরেও এ বিশ্ববিদ্যালয়ে গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্যাটাগরিতে ১০০% পর্যান্ত বৃত্তি দেয়া হয় বলে জানানো হয়।