মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

01 February 2024

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি ২০২৪) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিক্ষক-কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য ধারাবাহিক প্রোগ্রামের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইন্সিটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স সেল (আইকিউএসি) দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানের সভাপতিত্বে কর্মশালার প্রথমাংশে শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে রিসোর্চ পারসন হিসেবে ‘প্রোফেশনালিজম : এমআইইউ পার্সপেক্টিভ’ এবং ‘ইথিকাল প্রাক্টিসেস ইন দি টিচিং প্রফেশন’ শীর্ষক আলোচনায় যথাক্রমে অংশ নেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ। কর্মশালার দ্বিতীয় অংশে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে রিসোর্চ পার্সন হিসেবে ‘প্রোফেশনালিজম : এমআইইউ পার্সপেক্টিভ’ ও ‘পিপলস ম্যানেজমেন্ট : এমআইইউ পার্সপেক্টিভ’ শীর্ষক আলোচনায় যথাক্রমে অংশ নেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর জেনারেল ম্যানেজার (সার্ভিস অ্যাসিউরিন্স) সাব্বির আহমেদ। আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক মো. মাহবুব আলমের স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে শুরু হওয়া কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন এমআইইউ-এর রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন। কর্মশালার রিসোর্চ পারসন এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, দেশপ্রেমিক ও দক্ষ মানবসম্পদ তৈরির জন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিজ্ঞাবদ্ধ। এরই অংশ হিসেবে আজকের এই প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালার শেষ অংশে শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে আইটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।