মাদরাসা প্রধানদের নিয়ে

06 July 2021

মাদরাসা প্রধানদের নিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিস বিভাগের মতবিনিময়

ইসলামিক স্টাডিস বিভাগের উদ্যোগে দেশ বরেণ্য আলেম ও বিভিন্ন মাদরাসার প্রিন্সিপালদের নিয়ে এক মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অফিসে অনুষ্ঠিত হয়েছে। এতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় ইসলামিক স্টাডিস বিভাগের কো'অর্ডিনেটর ড. মুহাম্মদ ওবায়দুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য প্রফেসর ড. এম. ওমার আলী, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনিকসের ডিন প্রফেসর হারুন-অর-রশিদ ও রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম। সভায় প্রখ্যাত আলেম ও তামিরুল মিল্লাত কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. আবু ইউসুফ, নয়াটোলা কামিল মাদরাসার প্রিন্সিপাল মো. রেজাউল হক, মোহাম্মদিয়া আরাবিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল আ.ন.ম. মাঈন উদ্দিন সিরাজী, দাসেরকান্দি আলিম মাদরাসার প্রিন্সিপাল মো. এরশাদ উল্যাহ চৌধুরী, ছাগলনাইয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল নেহাল আহমদ ভূইয়া, মুহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল ড. মো. সাইফুল ইসলাম রফিক, উত্তর বাড্ডা কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মোহাম্মদ আনোয়ার হোসেইন মোল্লা, গাউসিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মো. আজহাররুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ইসলামিক স্টাডিস বিভাগের কো'অর্ডিনেটর ড. মুহাম্মদ ওবায়দুল্লাহ ইসলামিক স্টাডিস বিভাগের কারিকুলাম, পড়াশোনার মান ও ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে অন্যাদের মাঝে বক্তৃতা করেন সেন্টার ফর জেনারেল স্টাডিসের সহকারী অধ্যাপক ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, অ্যাডিশনাল ডিরেক্টর, অ্যাডমিশন, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্স মতিন প্রমুখ।