ইউজিসিতে উচ্চতর শিক্ষায়

16 November 2023

ইউজিসিতে উচ্চতর শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বিষয়ক কর্মশালায় মানারাত ইউনিভার্সিটির ভিসি’র অংশগ্রহণ

বাংলাদেশ রিসার্চ অ্যান্ড অ্যাডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) আয়োজিত "এনহান্সিং হায়ার এডুকেশন লেভারেজিং বিডিরেন রিসোর্সেস" শীর্ষক কর্মশালায় অংশ নিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। আজ ১৬ নভেম্বর ২০২৩ (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউজিসি'র সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ইউজিসি'র ডিরেক্টর ওমর ফারুক। সভাপতিত্ব করেন বিডিরেনের সিএইও মোহাম্মদ তাওরিত। কর্মশালায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, আইটি ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল্লাহ। কর্মশালায় বক্তরা উচ্চতর শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বিষয়ক বিভিন্ন তথ্য-উপাত্ত উপাস্থাপন করে বক্তব্য প্রদান করেন। এতে মানারাত ইউনিভার্সিটি ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।