প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে এইচএসসি/আলিম/সমমান ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থী, এইচএসসি/আলিম/সমমান পরীক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু হতে হবে।
প্রতিযোগিতা দুই ধাপে অনুষ্ঠিত হবে। যথা- প্রিলিমিনারি ও ফাইনাল। প্রিলিমিনারি প্রতিযোগিতা গুগল ফরমের মাধ্যমে এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত প্রতিযোগিতা লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের লিঙ্ক ও পরীক্ষার ফলাফল এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। এছাড়া এমআইইউ মিডিয়া অলিম্পিয়াডের পেইজ, এমআইইউ মিডিয়া অলিম্পিয়াড সাবডোমেইনের মাধ্যমেও প্রয়োজনীয় সব তথ্য জানানো হবে।
প্রিলিমিনারি প্রতিযোগিতায় মেরিট অনুযায়ী উল্লেখযোগ্যসংখ্যক প্রতিযোগীকে লিখিত পরীক্ষার জন্য আহ্বান জানানো হবে।
এমসিকিউ প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছে এসএমএস পাঠানো ছাড়াও তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ যোগাযোগ করবেন।
লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে।
প্রতিযোগিতায় ১০ লক্ষ টাকা সমমূল্যের পুরস্কার সামগ্রী প্রদান করা হবে।
পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র, ব্যাগ, টি-শার্ট প্রদান করা হবে।
চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে ব্যাগ, টি-শার্ট, সার্টিফিকেট প্রদান করা হবে।
চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার জন্য অনুষ্ঠানের দিন সকালের নাশতা, দুপুরের লাঞ্চের ব্যবস্থা থাকবে। তবে কোনো প্রকার টি/এ, ডি/এ প্রদান করা হবে না।
প্রতিযোগীদের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করা ও যাতায়াত নির্বিঘ্ন করার জন্য ঢাকার বিভিন্ন রুটে গাড়ি সরবরাহ করা হবে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।
মিডিয়া অলিম্পিয়াড সংক্রান্ত সব ধরনের তথ্য পেতে প্রতিযোগীদের অবশ্যই এমআইইউ মিডিয়া অলিম্পিয়াড পেইজ ফলো করতে হবে।
কর্তৃপক্ষ পরিস্থিতি ও প্রয়োজন সাপেক্ষে পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন করতে পারবে। তবে তা অবশ্যই প্রতিযোগীদের পূর্বেই অবহিত করা হবে।