ভাষা দিবস ও

ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ : আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণী

02 April 2023
নানা আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উদযাপন হলো মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩। এ সব আয়োজনের মধ্যে ছিল সকালে জাতীয় শহীদ মিনার ও গুলশানস্থ স্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান এবং দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। আজ ২১ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার এ সব অনুষ্ঠান আয়োজন করা হয়। দিনব্যাপী এ সব কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় শহীদ মিনারে সকালে পুস্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান ও সোস্যাল ইমপ্রুভমেন্ট সোসাইটি’র (এস.আই.এস) নির্বাহী পরিচালক জনাব মিহির কান্তি ঘোষাল। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইইই বিভাগের প্রধান কে.এম. আকতারুজ্জামান, সেন্টার ফর জেনারেল এডুকেশনের কোঅর্ডিনেটর ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আফসার কাইয়ুম ও জাহেন মাহবুব, প্রশাসনিক কর্মকর্তা নেছার উদ্দি-সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পরে উপাচার্য প্রফেসর ড. মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে গুলশানস্থ স্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হাফিজুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম। “গণমাধ্যমে বাংলা ভাষার অপব্যবহার : আলোচনা, সমালোচনা ও আত্মসমালোচনা” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক হাসানুল বারি। মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন কলা ও মানবিক অনুষদের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং আইন বিভাগের প্রধান মুহাম্মদ আজহারুল ইসলাম। সবশেষে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত অন্তঃবিশ্ববিদ্যালয় চিত্র প্রদর্শনী; প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও গল্পকার জহির রায়হানের বায়ান্নোর রক্তস্নাত ভাষা-আন্দোলনের পটভূমিতে রচিত “আরেক ফালগুন” এর ওপর কুইজ প্রতিযোগিতা ও ছাত্রীদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ী শিক্ষার্থীদের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচর্য, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. নজরুল ইসলাম বলেন, সুন্দরভাবে বাংলা বলা ও লেখা এবং বিশ্বের দরবারে বাংলা ভাষার মাধুর্য ছড়িয়ে দেয়া হোক মাতৃভাষা দিবসে আমাদের অঙ্গীকার। তবেই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগ স্বার্থক হবে। এর আগে সকালে স্থায়ী ক্যাম্পাসে স্থাপিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের পর বায়ান্নোর ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলা ও মানবিক অনুষদের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ।

Tags