কেন্দ্রীয় শহীদ মিনারে

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা : মাতৃভাষায় উচ্চশিক্ষা নিশ্চিত করতে আহবান মানারাতের ভারপ্রাপ্ত ভিসির

03 March 2024
কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ২০২৪) সকালে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় মাতৃভাষায় উচ্চশিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আহবান জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী, রেজিস্ট্রার ড. মো: মোয়াজ্জম হোসেন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান মো. মামুন উদ্দীন, সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জাহেন মাহবুব, জনসংযোগ ও ছাত্র বিষয়ক বিভাগের সহকারী পরিচালক রফিকুল আমীন খান, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা মো. নেসারউদ্দীন প্রমুখ। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, বঙ্গব্ন্ধুর অন্যতম স্বপ্ন ছিল মাতৃভাষায় উচ্চশিক্ষা নিশ্চিত করা। তাই ভাষাশহীদদের আত্মদানকে স্বার্থক করতে উচ্চশিক্ষা ক্ষেত্রে কারিকুলাম প্রণয়ণ ও পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্রমান্বয়ে মাতৃভাষায় উচ্চশিক্ষা নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণের আহবান জানাচ্ছি। তিনি 'বায়ান্নর ভাষা আন্দোলন থেকে বাঙালির স্বাধিকার আন্দোলনের সূত্রপাত হয়' উল্লেখ করে এ সময় আরও বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালে এই স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা হয়। এতে যার প্রধানতম অবদান সেই বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমান- সহ যাদের আত্মত্যাগের বিনিময়ে এ মানচিত্র পেয়েছি তাঁদেরকে আজকের এই দিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। এর আগে ২১ ফেব্রুয়ারি ভোরে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অপর্ণ করে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে নিয়ে বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।

Tags