জাতীয় শোক দিবস

14 August 2020

জাতীয় শোক দিবস ২০২০

নোটিস
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষির্কী ও ”জাতীয় শোক দিবস ২০২০” পালন উপলক্ষ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১৫ই আগষ্ট ২০২০ইং তারিখ শনিবার সকাল ১১ ঘটিকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ”জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। উক্ত ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মোহাম্মদ নজরুল ইসলাম, ভাইস-চ্যান্সেলর, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল, প্রো-ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ^বিদ্যালয় এবং সিন্ডিকেট মেম্বার, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে যোগ দিবেন বীর মুক্তিযোদ্ধা জনাব হাফিজুল ইসলাম মিয়া, ট্রেজারার, এবং বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোহাম্মদ হারুন-আর-রশীদ, ডীন, স্কুল অফ বিজনেস এন্ড ইকোনমিক্স, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। উক্ত ভিডিও কনফারেন্সে সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদেরকে নিম্মোক্ত লিংকের মাধ্যমে যথা সময় অংশ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
https://bdren.zoom.us/j/66317826301?pwd=M2pmL2tRenZOZlR2OU51amo3TjVhQT09#success
মিটিং আইডি : ৬৬৩১৭৮২৬৩০১
পাসওর্য়াড: ৩২৯৯
কর্তৃপক্ষের নির্দেশক্রমে
মোঃ মনিরুল ইসলাম
রেজিষ্ট্রার
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
Full Notice on PDF: জাতীয় শোক দিবস ২০২০