13 August 2021
”জাতীয় শোক দিবস ২০২১” পালন উপলক্ষে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও কর্ম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ”জাতীয় শোক দিবস ২০২১” পালন উপলক্ষে ̈ মানারাত ইন্টারন্যাশনাল উনিভার্সিটি ১৫ই আগষ্ট ২০২১ইং তারিখ রবিবার সকাল ১১ ঘটিকায় গুলশান ক্যাম্পােসর কর্ডোভা হলে ”জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা এবং শহীদদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে উপিস্থত থাকবেন প্রফেসর ড. মুহাম্মদ নজরুল ইসলাম, ভাইস-চ্যান্সেলর, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে উপিস্থত থাকবেন বীর মুিক্তযোদ্ধা জনাব হাফিজুল ইসলাম মিয়া, েট্রজারার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বীর মুিক্তযোদ্ধা প্রফেসর মুহাম্মদ হারুন-আর-রশীদ, ডীন, স্কুল অফ বিজনেস এন্ড ইকোনমিক্স, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদেরকে যথা সময় অংশগ্রহণের জন্য ̈ অনুরোধ করা হলো।