"নয় মাসে বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক অনলাইন কুইজ প্রতিযোগিতা |
আসসালামু আলাইকুম।
সুপ্রিয় রেজিস্টার্ড প্রতিযোগিবৃন্দ, আগামীকাল ১৬ই জানুয়ারি, ২০২১ শনিবার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত কলেজ/ মাদরাসা / পলিটেকনিক ছাত্র-ছাত্রীদের জন্য (এইচএসসি বা সমমান পর্যায়) "নয় মাসে বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। |
কুইজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ
কুইজের তারিখ ও সময়: ১৬ই জানুয়ারি ২০২১ (শনিবার), সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত (১ ঘন্টা)। |
কুইজের লিঙ্ক:
https://presenter.jivrus.com/p/1BsdtBmt0sclaCPy-rdfUjwhjvgy8naNWqq7gGaUlTEg |
কুইজের নিয়মাবলী:
১. ইন্টারনেটে সংযুক্ত যেকোন ল্যাপটপ/ডেস্কটপ/স্মার্টফোন থেকে কুইজের লিঙ্কে প্রবেশ করে কুইজে অংশগ্রহণ করা যাবে।
২. কুইজের পদ্ধতি ও নাম্বার বন্টন: কুইজের প্রশ্ন এমসিকিউ পদ্ধতিতে হবে। প্রশ্ন ১০০ টি । প্রতিটি প্রশ্নের মান সমান, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নাম্বার যুক্ত হবে। কুইজের পূর্ণমান ১০০।
৩. কোন নেগেটিভ মার্কিং নেই। সকল প্রশ্নের উত্তর দেয়া বাধ্যতামূলক নয়।
৪. কুইজের সময়সীমা ১ ঘন্টা (৬০ মিনিট)। ঠিক সকাল ১১টায় কু্ইজের লিঙ্কটি চালু হবে এবং দুপুর ১২টায় লিঙ্কটি বন্ধ হয়ে যাবে।
৫. উত্তরপত্রের ৪টি সম্ভাব্য উত্তরের যে কোন একটি ক্লিক করার পর দ্বিতীয় বার সেটিকে পরিবর্তন করা যাবে না।
৬. উত্তর দেয়া সম্পন্ন হলে শেষে নিচে "Submit" বাটনে চাপ দিতে হবে। অন্যথায় উত্তর পত্র গ্রহণ করা হবে না।
৭. পরীক্ষায় অসুদপায় অবলম্বন করা অনৈতিক ও গর্হিত কাজ, তাই কুইজের সময় অন্য কারো বা অনলাইনের সহযোগিতা নিয়ে অসদুপায় অবলম্বন করে উত্তর দেয়া সম্পুর্ন নিষিদ্ধ।
৮. কুইজের লিঙ্কে প্রবেশ করে কুইজ দেয়ার সময় শুরুতেই আপনার ‘নাম’, 'কলেজ/ মাদরাসা / পলিটেকনিক কলেজের (এইচএসসি বা সমমান পর্যায়) নাম', 'এসএসসি রোল', 'এসএসসি রেজিস্ট্রেশন নম্বর', ‘ফোন নাম্বার’, ইত্যাদি ঘরগুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। অন্যথায় উত্তরপত্র গ্রহণ করা হবে না।
৯. যে কোন বিষয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
১০. ২৩ জানুয়াারি, ২০২১ বিজয়ীদের নাম মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইট www.manarat.ac.bd ও ফেসবুক পেইজ : https://www.facebook.com/ManaratInternationalUniversity.MIU
প্রকাশ করা হবে, ইন শা আল্লাহ। |
ধন্যবাদান্তে |
অনলাইন কুইজ প্রতিযোগিতা কমিটি ও |
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি |
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি |