
02 February 2025
মানারাত ইউনিভার্সিটি সিজিইডি ও মানারাত কলেজের আয়োজনে “চ্যালেঞ্জেস অ্যান্ড স্ট্রাটেজিস ফর ফেমিলি অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট ইন দ্য টুয়েন্টি ফাস্ট সেনচুরি এরা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর জেনারেল অ্যাডুকেশন (সিজিইডি) ও মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের যৌথ আয়োজনে পরিবার ও সমাজের উন্নয়নে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ ও কৌশল নিয়ে “চ্যালেঞ্জেস অ্যান্ড স্ট্রাটেজিস ফর ফেমিলি অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট ইন দ্য টুয়েন্টি ফাস্ট সেনচুরি এরা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য, ইসলামি ব্যাংক ব্যাংলাদেশ পিএলসির সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল আলোচক ছিলেন সৌদি আরবের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ এবং কমিনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রধান ওস্তাজ মামুন আল-আজমী। মানারাত ইন্টারন্যাশনাল ইনিভার্সিটির উপচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান সাংবাদিক, গবেষক, শিক্ষাবিদ ও লেখক মীর লুৎফুল কবীর সাদী। সেন্টার ফর জেনারেল অ্যাডুকেশনের (সিজিইডি) পরিচালক ড. সাবিহা সুলতানা ও ড. মোহম্মাদ আবুল কালাম আজাদের যৌথ সঞ্চালনায় সেমিনারে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা অংশ নেন।