11 February 2024
বিবিএ ৫৬ ব্যাচের ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ প্রোগ্রামের ৫৬ ব্যাচের ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের খেলার মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন। ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন উর রশীদ, সহকারী অধ্যাপক ড. শেখ হাবিবুর রহমান, মুহসিনা আক্তার, ড. মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ জামাল হোসেন, মিজানুর রহমান, হেলাল উদ্দীন, আশিকুন্নবী, সিজিইডি'র সহকারী অধ্যাপক ড. সাবিহা সুলতানা-সহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন ব্যাচের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান বিদায়ী ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।