13 May 2024
দায়িত্ব পালনের চার বছর পূর্তি উপলক্ষে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামকে মানারাতের উপাচার্যের শুভেচ্ছা
সংবাদ বিজ্ঞপ্তি দায়িত্ব পালনের চার বছর পূর্তি উপলক্ষে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামকে মানারাতের উপাচার্যের শুভেচ্ছা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনের চার বছর পূর্তি উপলক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোঃ আতিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। ১৩ মে ২০২৪ (সোমবার) সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়ে সাক্ষাৎকালে এ শুভেচ্ছা জানান তিনি। এ সময় মেয়র মহোদয় তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যকে (ভারপ্রাপ্ত) ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে অতীতের ন্যায় আগামীতেও সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এ সময় আধুনিক ঢাকা গড়ার স্বপ্নদ্রষ্টা ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামকে সাফল্যের সাথে চার বছর অতিক্রম করায় অভিনন্দন জানিয়ে বলেন, মেয়রের দায়িত্ব নেয়ার আগে তিনি নগরবাসীর কাছে যেসব ওয়াদা করেছিলেন, তার বেশির ভাগই বাস্তবায়ন করেছেন। আগামীতে তার নেতৃত্বে নগরবাসীর সেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাক্ষাৎকালে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোঃ মোয়াজ্জম হোসেন উপস্থিত ছিলেন।