17 February 2022
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা’
মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে এইচএসসি/আলিম/সমমান পরীক্ষা ২০২১ ফলাফল প্রত্যাশী ছাত্র-ছাত্রীদের জন্য মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজন করেছে 'অনলাইন সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা'। কুইজের বিষয় : বায়ান্নোর ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সাম্প্রতিক প্রসঙ্গ (বাংলাদেশ ও আন্তর্জাতিক) প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিনজনকে স্মার্ট ফোন-সহ প্রথম ১০০ জনের প্রত্যেককে বই ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সনদ প্রদান করা হবে। প্রতিযোগিতার তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২২ সকাল ১১.০০ ঘটিকা রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২২ রেজিস্ট্রেশনের লিংক : https://forms.gle/a1yHP9u7xKYVPkKF7 (লিংকে দেয়া প্রতিটি তথ্য যথাযথভাবে পূরণ করতে হবে) অসম্পূর্ণ বা ভুল তথ্য গ্রহণ করা হবে না। আপনার দেয়া এসএসসি ও এইচএসসি/ সমমান পরীক্ষার রোল নাম্বার, পাসের সন, বোর্ডের নাম- এ সব তথ্য বোর্ডের ওয়েব সাইটে পাওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে যাচাই হবে।