সংবাদ বিজ্ঞপ্তি

14 September 2020

সংবাদ বিজ্ঞপ্তি

কোভিড’১৯ উপলক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি ফি ও টিউশন ফিতে ছাড়
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের জন্য ভর্তি ফি-তে ৫০ শতাংশ ও  ফল সেমিস্টার ২০২০-এর জন্য টিউশন ফি-র ওপর অতিরিক্ত ১০ শতাংশ ছাড় দেয়া হয়েছে। দেশে বিদ্যমান করোনা পরিস্থিতির কথা চিন্তা করে এছাড়ের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে টিউশন ফি’র ওপর যথারীতি ৫ থেকে ১০০ শতাংশ ছাড় রয়েছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দু’টো মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ১০ রয়েছে তারা পাবেন টিউশন ফি-তে ১০০ শতাংশ ছাড়। মুক্তিযোদ্ধার সন্তান এবং গরীব ও মেধাবীদেরও ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ে পড়ার সুযোগ রয়েছে।
এছাড়া ইইই (দিবা ও সান্ধ্যকালীন), সিএসই (সান্ধ্যকালীন), এলএলবি, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, এমবিএ এবং এমএ ইন ইংলিশ বিষয়ে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ প্যাকেজের আওতায় চার বছরের জন্য নির্ধারিত ন্যূনতম টিউশন ফি-তে পড়াশোনা শেষ করতে পারবেন ছাত্র-ছাত্রীরা।
উল্লেখ্য, ইউজিসি ও শিক্ষা মন্ত্রাণালয়ের নির্দেশনার আলোকে সপ্তাহের সাত দিনই সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রয়েছে ভর্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়া ও গুলশান ক্যাম্পাসের ভর্তি অফিস। ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা সরাসরি এসে ভর্তি হওয়া ছাড়াও অনলাইনে ভর্তি হতে পারবেন।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যোগাযোগের নম্বর ০১৮১৯২৪৫৮৯৫, ০১৭৮০৩৬৪৪১৪ ও ০১৭৮০৩৬৪৪১৫
ধন্যবাদান্তে,
আবদুল মতিন
অ্যাডিশনাল ডিরেক্টর
অ্যাডমিশন, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্স