28 July 2024
কোটা সংস্কার আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গে।
নোটিশ |
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ ১৭ ব্যাচের মেধাবী ছাত্র মোঃ শাকিল হোসেন গত ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভ চলাকালে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ প্রেক্ষিতে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্ঠা জনাব ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, সহযোগী অধ্যাপক এর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীসহ ১০ সদস্যের একটি দল শহীদ মোঃ শাকিল হোসেন এর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর এ গিয়ে তাঁর দাফন কার্য সম্পাদন করেন এবং পরিবারকে প্রাথমিক আর্থিক সহায়তা হিসাবে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা প্রদান করেন। এছাড়াও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। |
গত ২৭ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের এক জরুরি সমন্বয় সভায় মেধাবী শিক্ষার্থী শহীদ মোঃ শাকিল হোসেন এর পরিবারকে আরও আর্থিক সহায়তা এবং বিশ্ববিদ্যালয়ের গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ তাঁদের এক দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। |
এছাড়াও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বর্তমান ছাত্র-ছাত্রী, প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষী যারা মেধাবী শিক্ষার্থী শহীদ মোঃ শাকিল হোসেন এর পরিবারকে আর্থিক সহায়তা এবং গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা প্রদানে আগ্রহী তাঁদেরকে নিম্নবর্ণিত অ্যাকাউন্ট/ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহায়তা প্রদানের জন্য অনুরোধ করা হলো। |
Account title: Manarat Intl University Central Students Welfare Fund Account No. 20501770204594309 Islami Bank Bangladesh PLC., Gulshan Branch |
bkash: 01728 597988 (Personal) Nagad: 01728 597988 (Personal) |
কর্তপক্ষের অনুমোদনক্রমে, |
Full Notice In PDF: Donation_ |