Seminar at MIU

07 May 2019

Seminar at MIU on “Preparation for Ramadan”

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “প্রিপারেশন ফর রামাদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতঃ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘প্রিপারেশন ফর রামাদান’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৫ মে ২০১৯ রোজ রোববার সকালে গুলশান ক্যাম্পাসের কর্ডোভা হলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর হাফিজুল ইসলাম মিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য প্রফেসর এ.টি.এম. ফজলুল হক। সেমিনারে মূল প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট চিকিৎসক, মিডিয়া ব্যক্তিত্ব ও কোরআন রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য প্রফেসর ড. এম উমার আলী। পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্সের উপ-পরিচালক আবদুল মতিনের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন প্রফেসর হেমায়েত হোসেইন খান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন প্রফেসর হারুন-অর-রশিদ, রেজিস্ট্রার ও সাবেক সচিব মো. মনিরুল ইসলাম, কন্ট্রোলার অব এক্সামিনেশন এ.এইচ.এম. আবু সায়ীদ, সহকারী অধ্যাপক রোকেয়া সুলতানা, মো. মাহবুব আলম, মোহাম্মাদ আবুল কালাম আজাদ-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। মূল আলোচনায় ডাঃ মতিয়ার রহমান বলেন, পবিত্র কোরআনের জন্য এই মাসকে মহিমান্বিত করা হয়েছে সুতরাং কোরআনের আলোকে আমাদের জীবনকে এগিয়ে নেওয়াই হচ্ছে রামাদান মাসের দাবী। সেমিনারে প্রধান অতিথি বলেন, রামাদান মাস আমাদের কাছে নিজেদের আত্বসংশোধনের বড় সুযোগ নিয়ে এসেছে। এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদেরকে আল্লাহ সচেতন মানুষ হিসেবে তৈরি করে দুনিয়াবি কল্যাণ ও পরকালের মুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতে হবে।