মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

06 July 2021

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “এমআইইউ ইন ডেভেলপিং লাইফ অ্যান্ড ইন্সটিটিউশন ফর হাসানাহ” শীর্ষক ওয়েবিনার

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) “এমআইইউ ইন ডেভেলপিং লাইফ অ্যান্ড ইন্সটিটিউশন ফর হাসানাহ” শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ এপ্রিল) রাতে করোনা মহামারির কারণে অনলাইনে এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শাহ আবদুল হান্নান। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক মো. মাহমুব আলম। গেস্ট অব অনার ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য প্রফেসর ড. এম. উমার আলী। ভর্তি, জনসংযোগ ও ছাত্র বিষয়ক বিভাগের অতিরিক্ত পরিচালক আবদুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন প্রফেসর এম. হারুন-অর-রশীদ, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, কন্ট্রোলার অব এক্সামিনিশন এএইচএম আবু সায়ীদ, ইংরেজি বিভাগের প্রধান আহমেদ মাহবুব-উল আলম, ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রোমান, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রোকেয়া সুলতানা ও ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেইন-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি মানারাত ইন্টানরন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ভালো ছাত্র হওয়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হওয়ার কথা জানান। এমন শিক্ষা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহবান জানান।