মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

06 July 2021

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক ওয়েবিনার

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দ্য ফার্স্ট কিবলাহ আল মাসজিদ আল আকসা : পাস্ট, প্রেজেন্টে ফিউচার শীর্ষক এক আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে ১৭ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস রামাদান। গেস্ট অব অনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং বিশিষ্ট বিজ্ঞান গবেষক প্রফেসর ড. মো: নজরুল ইসলাম। ইসলামিক স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ ওবায়দুল্লাহের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. জোবায়ের মুহাম্মদ এহসানুল হক। সেন্টার ফর জেনারেল এডুকেশনের কো-অর্ডিনেটর মুহাম্মদ আবুল কালাম আজাদের উপস্থাপনায় এতে আরো বক্তৃতা করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান, যুক্তরাষ্ট্রের ডব্লিউএমএইচআরসির গ্লোবাল প্রেসিডেন্ট প্রফেসর ড. মুহাম্মদ রুহুল আমিন, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মনিরুজ্জামান, যুক্তরাজ্যে বসবাসরত গবেষক ও লেখক জিয়া উল হক, তা’মিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ আবু ইউসুফ খান প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তাসহ দেশ-বিদেশে থেকে অনেকেই এ অনুষ্ঠানে যোগ দেন।