মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

15 March 2020

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিএসই ফেস্ট

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিএসই ফেস্ট বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট। আজ ১৫ মার্চ ২০২০ রোববার বিকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়াম হলে সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে দু’দিনব্যাপী উৎসব শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। সমাপনি দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ও বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর ড. মো. হায়দার আলী ‘ডিফেন্ডিং অ্যাগেইনেস্ট ক্রিপ্টো র‌্যান্সোমওয়ার’ শীর্ষক এক সেমিনারে মূখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন। এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেইন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ও সিএসই ক্লাবের মাডারেটর শোয়েব আবদুল্লাহ প্রমুখ। দু’দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সেমিনার ছাড়াও প্রোগ্রামিং প্রোতিযোগিতা, গেমিং প্রোতিযোগিতা, রোবোট তৈরি প্রোতিযোগিতা, ক্যারিয়ার আড্ডা, পুরস্কার বিতরণী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসবের প্রথম দিন ১৪ মার্চ শনিবার সাভার ও আশুলিয়া অঞ্চলের বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে গণিত অলিম্পিয়াড ও আইসিটি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ও বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। সিএসই বিভাগের সহযোগীতায় সিএসই ক্লাব এ উৎসব আয়োজন করে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইবনে সিনা, রকমারি ডট কম উৎসবে স্পোন্সর করে। আবদুল মতিন অ্যাডিশনাল ডিরেক্টর, অ্যাডমিশন, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্স মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি