মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

15 September 2021

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে সেমিনার

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের নিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড হায়ার স্টাডি ইন ইসলামিক স্টাডিজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যালন্সলর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেন্টার অব জেনারেল এডুকেশনের কোঅর্ডিনেটর ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ড. মুহাম্মদ ওবায়দুল্লাহ। প্রধান আলোচক ছিলেন সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি ইসলামিক গবেষক শেখ বায়জিদ বিন মুসলিম। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম; অ্যাডমিশন, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টসের ডেপুটি ডিরেক্টর জামাল হোসেন প্রমুখ। সেমিনারে অংশ নেয়া ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ বিতরণ করা হয়।