মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

06 July 2021

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ ২০২১ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা হলে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর হাফিজুল ইসলাম মিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর এম হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রোমান, ইসলামিক স্টাডিজ বিভাগের কো’অর্ডিনেটর ড. মো. ওবায়দুল্লাহ প্রমুখ। এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রধান মো. সাজ্জাদ হোসেইন, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের ভারপ্রাপ্ত পরিচালক জসিম উদ্দিন, ভর্তি, জনসংযোগ ও ছাত্র বিষয়ক বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আবদুল মতিন, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেইন প্রমুখ। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের কো’অর্ডিনেটর ড. মো. ওবায়দুল্লাহ।