মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির

30 June 2019

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ অভিযান

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ অভিযান-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ জুন রোববার সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চত্বরে একটি শোভাবর্ধক গাছ লাগিয়ে এ বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজরার ও ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর হাফিজুল ইসলাম মিয়া। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. এম. কোরবান আলী, জার্নলিজম অ্যান্ড মিডিয়া স্টাডিস বিভাগের প্রধান প্রফেসর ড. এম. জাহানগীর কবির, ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী, সিএসই বিভাগের প্রধান মুহাম্মদ সাজ্জাদ হুসাইন, আইন বিভাগের প্রধান জিয়াউর রহমান মুন্সী, ডেপুটি রেজিস্ট্রার (ইনচার্জ) আলমগীর হোসেইন-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রী-ছাত্রীবৃন্দ। উদ্বোধন শেষে স্থায়ী ক্যাম্পাসের সড়কের পাশে বিভিন্ন জাতের শোভাবর্ধক এবং ফলদ ও বনজ গাছ রোপন করা হয়।