ডিবেট ক্লাবের যুগপূর্তি

01 March 2020

ডিবেট ক্লাবের যুগপূর্তি উৎসব

মানারাত ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের যুগপূর্তি উৎসব মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের যুগপূর্তি উৎসব শুরু হয়েছে। ২৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাস প্রাঙ্গণে বেলুন উড়ানোর মাধ্য উৎসবের সূচনা করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহম্মদ আব্দুর রউফ ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। যুগপূর্তি উপলক্ষে ডিবেট ক্লাবের নবীন ও পুরাতন সদস্যদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় গুলশান ক্যাম্পাস। এ উপলক্ষে কর্ডোভা সেমিনার হলে এক আলোচনা সভা আয়োজন করা হয়। ডিবেট ক্লাবের মডারেটর ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলমের সভাপতিত্বে সভায় সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার হাফিজুল ইসলাম মিয়া ও স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন প্রফেসর এম. হারুন-অর-রশিদ, ইংরেজি বিভাগের অধ্যাপক হেমায়েত হোসেইন খান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নুরুল হুদা রাজীব, সহকারী অধ্যাপক ও সহকারী ছাত্র উপদেষ্টা মুহাম্মদ আবুল কালাম আজাদ, অ্যাডমিশন, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল ডিরেক্টর আবদুল মতিন, ক্লাবের সাবেক সভাপতি সাইফ আহমেদ খান, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বাংলাদেশ ডিবেট ফেডারেশনের জেষ্ঠ্য যুগ্ম সম্মাদক মাহমুদুল আলম রাসেল, সাবেক সভাপতি মোঃ মোরশেদুল ইসলাম ও সাইদ আহমেদ খান, সাবেক সাধারণ সম্পাদক নেওয়াজ শরিফ ও নোমান হোসাইন, বর্তমান সভাপতি রাহাত প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে ডিবেট ক্লাবের দুই মাসব্যাপী কর্মসূচি ষোষণা করা হয়। এ সময় ডিবেট ক্লাব এর উপর একটি প্রামাণ্য চিত্র উপস্থাপন করা হয় ক্লাবের পক্ষ থেকে। আবদুল মতিন অ্যাডিশনাল ডিরেক্টর, অ্যাডমিশন, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি