
27 December 2024
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই বিভাগের গেটটুগেদার অনুষ্ঠিত
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সান্ধ্যকালীন প্রোগ্রামের ছাত্র-ছাত্রীদের গেটটুগেদার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা সেমিনার হলে এ গেটটুগেদার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইইই সান্ধ্যকালীন প্রোগ্রামের কো’অর্ডিনেটর সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের নবনিযুক্ত বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ এরশাদুল হক চৌধুরী। এ সময় ইইই বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নবনিযুক্ত বিভাগীয় প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইইই বিভাগের শিক্ষক তাহরিমা আশরাফ, খণ্ডকালীন শিক্ষক মোহসিন কোরায়েশি, সাইফুল ইসলাম, অ্যাডমিশন ও পাবলিক রিলেশন্সের উপপরিচালক জামাল হোসেন, আইটি বিভাগের ইনচার্জ মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন প্রধান অতিথি স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি ইইই বিভাগের ছাত্র-ছাত্রীদের বর্তমান বিশ্ব বাস্তবতায় উজ্জ্বল সম্ভাবনা রয়েছে উল্লেখ করে বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা নিয়ে তোমাদেরকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে ভালো ফলাফলের পাশাপাশি নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর মোঃ এরশাদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টির জায়গা উল্লেখ করে ছাত্র-ছাত্রীদেরকে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি গবেষণাধর্মী পড়াশোনা, কাজ, লেখালেখিসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকার আহবান জানান এ সময়।