ইসলামি সাধারণ জ্ঞান

03 May 2021

ইসলামি সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা

💻 পবিত্র রমজান উপলক্ষে এইচএসসি/আলিম/ সমমান ২০২০ উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য অনলাইন পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ২০ রমজান ১৪৪২ হিজরি (৩ মে, ২০২১); সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হবে। ইনশা'আল্লাহ 📡রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/tBYDSEraTN2xSwjEA 📡কুইজে অংশ নেয়ার লিংক : লিংক নির্দিষ্ট সময়ে যার যার মোবাইল ও ই-মেইলে পাঠিয়ে দেয়া হবে। 💰পুরস্কারসমূহ : 🎤১ম পুরস্কার ১টি স্মার্টফোন 🎤২য় পুরস্কার ১টি স্মার্টফোন 🎤৩য় পুরস্কার ১টি স্মার্টফোন 🎤১ম এক'শ জনকে বই ও সনদ প্রদান করা হবে 🎤এছাড়া রয়েছে প্রতিযোগিতায় বিজয়ী ১ম ২০ জনের জন্য মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তিচ্ছুদের জন্য বিশেষ স্কলারশিপ। এর মধ্যে প্রথম ১০ জনকে ২০ হাজার টাকা ও পরবর্তী ১০ জনকে ১০ হাজার টাকা ক্যাশ ইনসেনটিভ প্রদান করা হবে। এই অফার ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত বলবত থাকবে। 🏴🏴কুইজের নিয়মাবলী: ১. ইন্টারনেটে সংযুক্ত যেকোন ল্যাপটপ/ডেস্কটপ/স্মার্টফোন থেকে কুইজের লিঙ্কে প্রবেশ করে কুইজে অংশগ্রহণ করা যাবে। ২. কুইজের পদ্ধতি ও নাম্বার বন্টন: কুইজের প্রশ্ন এমসিকিউ পদ্ধতিতে হবে। প্রশ্ন ১০০ টি । প্রতিটি প্রশ্নের মান সমান, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নাম্বার যুক্ত হবে। কুইজের পূর্ণমান ১০০। ৩. কোন নেগেটিভ মার্কিং নেই। সকল প্রশ্নের উত্তর দেয়া বাধ্যতামূলক নয়। ৪. কুইজের সময়সীমা ১ ঘন্টা (৬০ মিনিট)। ঠিক সকাল ১১টায় কু্ইজের লিঙ্কটি চালু হবে এবং দুপুর ১২টায় লিঙ্কটি বন্ধ হয়ে যাবে। ৫. উত্তরপত্রের ৪টি সম্ভাব্য উত্তরের যে কোন একটি ক্লিক করার পর দ্বিতীয় বার সেটিকে পরিবর্তন করা যাবে না। ৬. উত্তর দেয়া সম্পন্ন হলে শেষে নিচে "Submit" বাটনে চাপ দিতে হবে। অন্যথায় উত্তর পত্র গ্রহণ করা হবে না। Submit ID চাইলে আপনার মোবাইল নম্বর অথবা এইচএসসি রোল নম্বর যে কোন একটি দিলেই হবে। ৭. পরীক্ষায় অসুদপায় অবলম্বন করা অনৈতিক ও গর্হিত কাজ, তাই কুইজের সময় অন্য কারো বা অনলাইনের সহযোগিতা নিয়ে অসদুপায় অবলম্বন করে উত্তর দেয়া সম্পুর্ন নিষিদ্ধ। ৮. কুইজের লিঙ্কে প্রবেশ করে উত্তর দেয়ার সময় শুরুতেই আপনার নাম, এইচএসসি বা সমমান পরীক্ষার রোল নং, রেজিস্ট্রেশন নং, শিক্ষাবোর্ডের নাম, পাসের সন, 'কলেজ/ মাদরাসা / পলিটেকনিক কলেজের (এইচএসসি বা সমমান পর্যায়) নাম, ফোন নাম্বার, ইত্যাদি ঘরগুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। অন্যথায় উত্তরপত্র গ্রহণ করা হবে না। ৯. কুইজ সংক্রান্ত যে কোন বিষয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। ১০. বিজয়ীদের নাম মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইট www.manarat.ac.bd ও ফেসবুক পেইজ : https://www.facebook.com/ManaratInternationalUniversity.MIU প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ। ধন্যবাদান্তে অনলাইন কুইজ প্রতিযোগিতা কমিটি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট 📱যোগাযোগ : 01709126391, 01709126394, 01780364414, 01780364415 E-mail: pr@manarat.ac.bd